রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়িয়ে বাজার স্বাভাবিক রাখা হলে ব্যবসায়ীদের পুরস্কৃত করবে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার,৩০এপ্রিল মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠক করে মন্ত্রণালয়।
বৈঠক শেষে মন্ত্রী বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন ভোজ্য তেল, চিনি, লবণ, ডাল, ছোলা, খেজুর, পেঁয়াজ রসুন, আদা, চাল, গমসহ সব পণ্যই চাহিদার তুলনায় বেশি মজুদ রয়েছে। সুতরাং এসব পণ্যে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। তারপরও গত কয়েকদিনে কিছু পণ্যের দাম বাড়ানো হয়েছে।
হঠাৎ পণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধির কারণেই পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ডলারের দাম ৮২ টাকায় নামানো হয়েছে; সুতরাং এ বাড়তি দাম বেশিদিন থাকবে না।
তোফায়েল আহমেদ বলেন, এরপর আসন্ন রমজানে কোনো পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই। তারপরও যদি কোনো পণ্যের দাম বাড়ানো হয়- তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সব পণ্যের দাম স্বাভাবিক রাখতে পুরো রমজান মাসে মোবাইল কোর্টের মাধ্যমে বাজার মনিটরিং ও তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, হাওরের বন্যায় ধানের ক্ষতি হওয়ার অযুহাতে চালের দাম কিছুটা বাড়িয়ে দিয়েছে চাল ব্যবসায়ী ও মিল মালিকরা। যৌক্তিকভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। হাওরের ক্ষতির প্রভাব চালের বাজারে পড়ার কোনো কারণ নেই। ব্যাপক ক্ষতির পরও প্রয়োজনের তুলনায় বেশি চাল মজুদ আছে।
আজকের বাজার:এসআর/এলকে/৩০এপ্রিল,২০১৭