রমজানে সরকারি অফিসে অভিযান চালাবে দুদক

ঘুষ-দুর্নীতি প্রতিরোধ এবং সেবাগ্রহী মানুষের ঝামেলাবিহীন সেবা নিশ্চিত করার লক্ষ্যে চলতি রমজান মাসে বিভিন্ন সরকারি কার্যালয়ে অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

হঠাৎ করেই এ অভিযান চালানো হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘুষ-দুর্নীতি প্রতিরোধ এবং মানুষের ঝামেলাবিহীন সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে দুদক ইতিমধ্যেই ঘুষ বিরোধী দু’টি পৃথক টিম গঠন করেছে। দুই সদস্যের সমন্বয়ে গঠিত প্রতিটি টিমের নেতৃত্বে রয়েছেন দুদকের সহকারী পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা।

তবে মহাপরিচালক (ডিজি) পর্যায়ের একজন কর্মকর্তা টিমগুলোর সার্বিক কার্যক্রম সমন্বয় করবেন।

রাসেল/