পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সাড়ে ৩ ঘন্টা লেনদেন চলার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা সংশোধন করে ৪ ঘন্টা-ই লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে। তবে ৩০ মিনিট এগিয়ে নিয়ে সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত।
সিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, নির্ধারিত নতুন সময় অনুযায়ী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে লেনদেন চলবে। রমজান মাস বাদে পুঁজিবাজারে লেনদেন চলতো সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে রমজান মাস এবং ঈদ-উল-ফিতরের ছুটির পর চলমান নিয়মেই চলবে লেনদেন।
অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এদিকে রমজান উপলক্ষে ডিএসইতে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এছাড়া অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।
রমজান মাস এবং ঈদ-উল-ফিতর এর ছুটির পর ডিএসইর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
আজকের বাজার:এলকে/এলকে/ ২২ মে ২০১৭