রমজান উপলক্ষে প্রকাশিত হলো কন্ঠশিল্পী মিতা মল্লিকের ইসলামিক হামদ ও নাত ‘আল্লাহ্’কে যে পাইতে চায়’।
মিষ্টি মধুর কন্ঠে এই ইসলামিক গান প্রকাশ পেয়েছে অডিও- ভিডিও প্রোযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক’র ব্যানারে।
এই বিষয়ে কন্ঠশিল্পী মিতা বলেন, এই প্রথম আমার কন্ঠে ইসলামিক হামদ ও নাত প্রকাশ পেয়েছে। সিডি চয়েস মিউজিক’র কর্ণধার এমদাদ সুমন ভাইয়ের সহযোগিতায় ও সঙ্গীত পরিচালক অরন্য আকোণ ভাইয়ের উৎসাহে আমি গাওয়ার সাহস পেয়েছি।
তিনি আরও বলেন, খুব ভালো লাগছে তবে আমি যদি আরো অনেক আগে থেকে প্রাকটিস করার সুযোগ পেতাম তাহলে তৃপ্তি পেতাম। ইনশাআল্লাহ্ পরবর্তিতে সময় নিয়ে ও যত্ন সহকারে গাইবো।সবাই দোয়া করবেন আল্লাহ্ যেন আমাকে সে তৌফিক দান করেন।
আজকের বাজার/আরআইএস