পবিত্র রমজান মাসে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেনের সময়সূচি ঘোষণা করেছে ।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায় নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন সকাল ১০টায় শুরু হবে আর চলবে দুপুর ২টা পর্যন্ত।আর ডিএসই ও সিএসই’র অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে ৭ মে,মঙ্গলবার থেকে যদি রমজান মাস শুরু হয় তাহলে এদিন থেকে দুই স্টক এক্সচেঞ্জে নতুন সময়সূচী অনুযায়ী লেনদেন চলবে হবে।
উল্লেখ্য, ঈদ-উল-ফিতরের ছুটির পর পুরনো সময় সূচি অনুযায়ী লেনদেন ও অফিস চালু হবে। ছুটির পর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।
আজকের বাজার /মিথিলা