পবিত্র রমজান মাসে সিএনজি স্টেশনসমূহ বন্ধ রাখার সময়কাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার পরিবর্তে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ মোট ৫ ঘন্টা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রমজান থেকে ৬ এপ্রিল পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী সিএনজি স্টেশনসমূহ বন্ধ থাকবে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধ থাকবে বলেও নির্দেশনা দেয়া হয়েছে। (বাসস)