আসছে পবিত্র মাহে রমজান মাসে নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে ডাল, চিনি, ছোলাসহ ৫ টি পণ্যের দাম নির্ধারণ করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।
উর্ধ্বমুখী দামে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হলে তেল, ডাল, চিনির মতো পণ্য বিক্রি করে টিসিবি। স্বাভাবিক অবস্থাতেও বছরে কয়েকবার নিজস্ব ডিলারদের মাধ্যমে চলে টিসিবি'র বিক্রয় কার্যক্রম। তবে, প্রতিবছরই রমজানের আগে থাকে বিশেষ প্রস্তুতি।
সেই প্রস্তুতির অংশ হিসেবে এবারো প্রস্তুত তারা। আসছে রোজায় টিসিবি রমজানের দরকারি ৫টি পণ্য- তেল, ডাল, ছোলা, চিনি ও খেজুর খোলাবাজারে বিক্রি কার্যক্রম শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।
এবারে মুশুর ডাল ও চিনি বিক্রি হবে প্রতিকেজি ৫৫ টাকায়। এছাড়া ছোলা পাওয়া যাবে ৭০ এবং খেজুর পাওয়া যাবে ১শ' ২০টাকা কেজি দরে। টিসিবি সয়াবিন তেল বিক্রি করবে প্রতি লিটার ৮৫ টাকা দরে।
সারাদেশে ট্রাক সেল, টিসিবি'র আউটলেট ও ডিলারদের কাছে পাওয়া যাবে এসব পণ্য। আগামী রোববার থেকে এসব নিত্যপণ্য পাওয়া যাবে খোলা বাজারে। টিসিবি'র এ কার্যক্রম চলবে পুরো রমজান মাস জুড়ে।
এস/