রাজধানীর রমনা পার্কের লেকে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন দুই ছাত্র।
মৃতরা হলো- আদনান (১৫) এবং মাহফুজ (১৫)। তারা দুজনেই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।
রোববার (১২ আগস্ট) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
তিনি জানান, দুপুর দেড়টার দিকে ওই দুই ছাত্র গোসল করতে নামেন রমনা পার্কের লেকে। এরপর তারা ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/এমএইচ