শহীদ রমিজউদ্দিন স্কুলসংলগ্ন সড়কে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৯ জুলাই রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন বিমানবন্দর সড়কে একটি বাস ফুটপাতে অপেক্ষমাণ শিক্ষার্থীদের চাপা দিলে দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নামে দুই শিক্ষার্থী নিহত হয়।
এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এর পর তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে ওই কলেজশিক্ষার্থীদের জন্য পাঁচটি বিশেষ বাস দিয়েছেন শেখ হাসিনা। আর জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করা হয়েছে।
গত ২ ্আগস্ট নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্য এবং কলেজের প্রধান শিক্ষককের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন সড়কে একটি আন্ডারপাস নির্মাণ ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জন্য পাঁচটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া ওই দিন সরকারের পক্ষ থেকে নিহত দুজনের পরিবারকে ২০ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
আজকের বাজার/এমএইচ