দুর্দান্ত টেস্ট অভিষেকের পর বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ব্যস্ত সময় পার করছেন।
আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে।
২৪ বছর বয়সী ব্যাটসম্যান সাদমান বিশ্বাস করেন, আফগানিস্তানের স্পিন আক্রমণ নিয়ে বেশি ভেবে বাংলাদেশ ঘুম নষ্ট করছে না।
বৃহস্পতিবার তিনি বলেন, বিশেষ করে রশিদ খানকে নিয়ে বাংলাদেশ খুব বেশি ভাবছে না।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাদমান সাংবাদিকদের বলেন, ‘রশিদ খানকে নিয়ে আমাদের বিশেষ কোনো ভাবনা নেই। কারণ আমরা নিয়মিত টেস্ট খেলুড়ে দেশ। ছোট পরিসর আর দীর্ঘ পরিসরের ক্রিকেটে বিস্তর পার্থক্য রয়েছে। অনেক দেশের চেয়ে আমরা স্পিন ভালো খেলি। সুতরাং, রশিদ খান বা তার সতীর্থদের নিয়ে আমাদের বেশি ভাবার দরকার আছে বলে আমি মনে করি না।’
আজকের বাজার/লুৎফর রহমান