রশিদ খানের বোলিং জাদুতে স্ট্রাইকার্সের জয়

আফগানিস্তানের রহস্যময়ি লেগস্পিনার রশিদ খানের ঘূর্ণি জাদু চলছেই। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক ঝলক দেখিয়ে যাচ্ছেন। কদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দারুণ খেলেছেন। এবার বিগ ব্যাশের মঞ্চেও উজ্জ্বল ও তারকা। তার বোলিং ঘূর্ণিতেই সিডনি থান্ডার্সকে ৫৩ রানে হারিয়েছে এডিলেড স্ট্রাইকার্স।
এডিলেডে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন আলেক্স কারে। ২৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। ট্রাভিস হেড খেলেন ৩৬ রানের ইনিংস। এছাড়া জ্যাক লেম্যান করেন ২৩ রান। থান্ডার্সের পক্ষে ২৬ রানের খরচায় ৩টি উইকেট কান অর্জুন নায়ার। এছাড়া ২টি উইকেট পান মিচেল ম্যাকক্লিনাঘান।
১৬৪ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই স্ট্রাইকার্সের বোলারদের তোপে পরে থান্ডার্স। কার্টিস পিটারসন ছাড়া দায়িত্ব নিতে পারেননি কোন ব্যাটসম্যানই। ফলে ১৭.৪ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায় দলটি। পিটারস্ন করেন ৪৪ রান। স্ট্রাইকার্সের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন রশিদ। ৪ ওভার বল করে ২২ রানের খরচায় ২টি উইকেট পেয়ে ম্যাচ সেরা হন এ আফগানি। বেন লাফলিন ৪টি ও পিটার সিডল ২টি উইকেট পান।
আজকের বাজার: সালি / ২২ ডিসেম্বর ২০১৭