গতরাতে বিগ ব্যাশ টি-২০ লিগে হ্যাটট্টিক করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। সিডনি সিক্সার্সের বিপক্ষে টি-২০ ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্টিকটি পূর্ণ করেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলতে নামা রশিদ। এরমধ্যে একটি আন্তর্জাতিক অঙ্গনে। অন্য দু’টি স্বীকৃত ঘরোয়া টি-২০তে।
২০১৭ সালে প্রথম হ্যাটট্টিক করেন রশিদ। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে হ্যাটট্টিক করেছিলেন তিনি। ঐ ম্যাচে ৩২ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ঐ ম্যাচটি ৫ উইকেটে জিতেছিলো আমাজন।
এরপর গেল বছর দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষটিতে চার বলে চার উইকেট শিকার করেন রশিদ। ঐ ইনিংসে ২৭ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। ম্যাচটি আফগানরা ৩২ রানে জিতেছিলো।
রশিদের প্রথম দুই হ্যাটট্টিকে দল জয় পেলেও, তার তৃতীয় হ্যাটট্টিকে গতরাতে হারের স্বাদ পায় অ্যাডিলেড। ২ উইকেটে ম্যাচ জিতে সিডনি।
আজকের বাজার/লুৎফর রহমান