রংপুর সিটি করপোরেশনের (রসিক) বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু করপোরেশনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন।
মঙ্গলবার ২১ নভেম্বর সকালে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি পদত্যাগ করেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকতার হোসেন আজাদ পরিবর্তন ডটকমকে জানান, মেয়র মঙ্গলবার সকালে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন। সকালে তার পদত্যাগপত্র বিমানযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নতুন মেয়র না আসা পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সিটি করপোরেশন চলবে।
আসন্ন রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের মধ্যে পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর কাগজ রংপুরে এসে পৌঁছলে, বৃহস্পতিবার তিনি নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র দাখিল করবেন।
ঘোষিত তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও প্রত্যাহারের জন্য ৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।
তফসিল ঘোষণার পর থেকে ১১জন সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা।
আগামী ২২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সুভাশ চন্দ্র জানান, রংপুর সিটির ২০৩.৬ বর্গ কি.মি. এলাকার মোট ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজকের বাজার: আরআর/ ২১ নভেম্বর ২০১৭