রহিমা ফুডের ঠিকানা পরিবর্তন

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড রেজিস্টার অফিস পরিবর্তন করেছে কোম্পানিটির নতুন অফিস ১১৫/৭/এ, ডিসটিলারি রোড, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪।

কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে

সূত্র জানায়, চলতি মাসের ১ তারিখ থেকে নতুন অফিসে কার্যক্রম শুরু করেছে কোম্পানিটি।

‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৭ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।

কোম্পানিটি গত বছর কোন লভ্যাংশ দেয় নি।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ২৯ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৫৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৯৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে

রাসেল/