বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেড রাইট ইস্যুর সম্মতিপত্রের শর্ত ভেঙ্গেছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি রাইট ইস্যুর তহবিল ব্যবহারের ক্ষেত্রে রাইট অফার দলিলে উল্লেখিত খাতে সঠিকভাবে ব্যবহার করেনি। ডেল্টা স্পিনার্স নির্ধারিত সময়ের অতিরিক্ত ১৩ মাস সময় পার করেছে।
এছাড়া কোম্পানিটি তাদের বিভিন্ন সরবরাহকারীকে পরিশোধের ক্ষেত্রে উৎসে কর কেটেছে। উৎসে কর্তিত কর সরকারি খাতে সঠিকভাবে জমা করেনি।
এতে কমিশনের রাইট ইস্যুর সম্মতিপত্রের শর্ত ভঙ্গ হয়েছে। তাই বিএসইসি ডেল্টা স্পিনার্সের প্রত্যোক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।