রাইট প্রস্তাবে সংশোধন এনেছে আরএসআরএম

রাইট শেয়ারের প্রিমিয়াম ১০ টাকা থেকে ৫ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) পরিচালনা পর্ষদ ।

মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটি তিনটি শেয়ারের বিপরীতে ২টি রাইট ছাড়বে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ৫ টাকা প্রিমিয়াম সহ মোট ১৫ টাকা নির্ধারণ হয়েছে।

এর আগে ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে প্রথমে ১৫ টাকা এবং পরে ১০ টাকা প্রিমিয়ামের সিদ্ধান্ত হয়েছিল। ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কোম্পানিটি।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৯ অক্টোবর চট্টগ্রামের পতেঙ্গায় শাহীন গল্ফ ক্লাবে সকাল ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর।

এরপর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে রাইট শেয়ারের সিদ্ধান্ত কার্যকর হবে।