পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ারের প্রিমিয়াম ১৫টাকা থেকে কমিয়ে ১০টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ৪জানুয়ারি কোম্পানির ৩৫৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি তিনটি শেয়ারের বিপরীতে ২টি রাইট ছাড়তে চায়। এ জন্য কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কোম্পানিটির ৩৫৪তম সভায় ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামের সিদ্ধান্ত নিয়েছিল। তবে সব কিছু নির্ভর করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের উপর।
শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি জরুরি সাধারণ সভা (ইজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জানুয়ারি।
আজকের বাজার:এসএস/৪জানুয়ারি ২০১৮