লভ্যাংশ ঘোষণা আইপিডিসির, রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড   সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ ঘোষণা করেছে, পাশাপাশি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যনা যায়, বর্তমানের ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে তারা। গতকাল ১০ ফেব্রুয়ারি রোববার পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই সাথে ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে প্রতিষ্ঠানটি। বোনাস লভ্যাংশ জমা করার পর মোট শেয়ারের বিপরীতে এই রাইট শেয়ার ইস্যু করা হবে।

যা শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে প্রদান করা হবে।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ৩১ মার্চ বিশেষ সাধারন সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে আগামি ৪ মার্চ ।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২০ পয়সা। গতকাল রোববার ১০ ফেব্রুয়ারি আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার শেষ লেনদেন হয় ৪২ টাকা ৬০ পয়সায়।

উল্লেখ্য, কর্পোরেট ঘোষণার জন্য প্রতিষ্ঠানটির শেয়ারে আজ কোন প্রাইজ লিমিট থাকবে না।

 

আজকের বাজার /মিথিলা