পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্সের রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি গত ৩১ জানুয়ারি সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের রাইট শেয়ার বিও হিসাবে জমা দিয়েছে। এর আগে কোম্পানিটি গত বছরের ১৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের কাছ থেকে রাইটের জন্য আবেদন গ্রহণ করে।
বিএসইসি কোম্পানিটিকে বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি হিসেবে ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে। এই রাইট ইস্যুর মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স বাজার থেকে ১৫৯ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা সংগ্রহ করেছে। এসময় প্রতিটি শেয়ারের অভিহিত দর ছিল ১০ টাকা।
আজকের বাজার:এসএস/৪ফেব্রুয়ারি ২০১৮