রাইডিং শেয়ারিং সার্ভিস নীতিমালা অনুমোদন,বৈধতা পেল উবার,পাঠাও

‘রাইডিং শেয়ারিং সার্ভিস নীতিমালার’ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।এর ফলে উবার,পাঠাও এর মতো স্মার্টফোন ভিত্তিক পরিবহন সেবা আইনি বৈধতা পেয়েছে। সোমবার  ১৫জানুয়ারি ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নীতিমালার খসড়া অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশেই এই সেবা দেয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ১১টি শর্ত মেনে এই সেবা দেওয়া যাবে বলেও জানান তিনি। তবে এ জন্য সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রথমে একটা লাইসেন্স নিতে হবে। পরে সেটা নবায়ন করতে হবে।

বর্তমানে ট্যাক্সিক্যাবের ভাড়ার জন্য যে নীতিমালা আছে এ ধরনের রাইডিংয়ের ক্ষেত্রেও সেই নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ হবে বলেও জানান মোহাম্মদ শফিউল আলম।

আজকের বাজার:এসএস/১৫জানুয়ারি ২০১৮