চট্টগ্রামে আড়াই বছর বয়সী শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় ম্যাক্স হাসপাতাল ও চিকিৎসকের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে সিভিল সার্জনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি।
শুক্রবার (৬ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, শিশু রাইফা যেদিন মারা যায় ওই দিন ম্যাক্স হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল। প্রতিবেদনে অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নিতে সুপারিশও করা হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদন দেয়। কমিটির অপর সদস্যরা হলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু, স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. প্রণব কুমার চৌধুরী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভ।
আরএম/