হেলিকপ্টার দুর্ঘটনায় সোমবার ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সম্প্রতি ইরানকে তিনি ব্রিকস গ্রুপে যোগদানের আমন্ত্রণ জানিয়েছিলেন।
রামাফোসা বলেন, ‘একটি জাতির জন্য এটি একটি নজীরবিহীন, অকল্পনীয় মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। রামাফোসা রাইসিকে একজন অসাধারণ নেতা দাবি করে বলেন, তার সাথে দক্ষিণ আফ্রিকা দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে।’
খবর এএফপি’র।
রামাফোসা ২০১৫ সালে ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে ইরান সফর করেন এবং ২০২৩ সালে জোহানেসবার্গে ব্রিকস গ্রুপের একটি শীর্ষ সম্মেলনে রাইসিকে স্বাগত জানান। ওই সম্মেলনে ইসলামী প্রজাতন্ত্রকে আনুষ্ঠানিকভাবে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়।
ইরান গত জানুয়ারিতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আন্তঃসরকারি ফোরামের পূর্ণ সদস্য হয়। (বাসস ডেস্ক)