সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের স্বঘোষিত রাজধানী রাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন সমর্থিত এসডিএফ (সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস)।
২০১৩ সালে দায়েশ সন্ত্রাসীরা সিরিয়ায় আকস্মিক আগ্রাসন চালিয়ে বিভিন্ন শহর দখল করে নেয় এবং রাকাকে তাদের রাজধানী ঘোষণা করে।
এসডিএফ মুখপাত্র তালাল সেলো ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, “রাকায় সব কাজ শেষ এবং আমাদের বাহিনী রাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।”
তিনি জানান, “রাকা শহরে সামরিক অভিযান শেষ হয়েছে কিন্তু পরিচ্ছন্ন অভিযান চলছে। শহরের কোথাও গুপ্ত আস্তানা কিংবা মাইন পাতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
রাকা দখলের বিষয়ে শিগগিরই একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে বলেও জানান তিনি। এদিকে, দেইর আয-যোর শহরের শতকরা ৮০ ভাগ মুক্ত করে ফেলেছে সিরিয়ার সরকারি বাহিনী। ২০১৪ সালে দায়েশ এ শহর দখল করেছিল।
সূত্র : পার্সটুডে
আজকের বাজার : এমএম / ১৭ অক্টোবর ২০১৭