রাখাইনে ঘাটি তৈরি করছে মিয়ানমার সেনারা

মিয়ানমার সেনাবাহিনী রাখাইন গ্রামে সেনা তৈরি করছে । মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে,  সেনা হামলায় রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসার পর রাখািইন গ্রামে ঘাঁটি তৈরি করছে মিয়ানমার সেনাবাহিনী।

সংস্থাটি বলছে, তারা স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি ও প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে এমন তথ্য জানতে পেরেছেন।

চলতি বছরের জানুয়ারিতে রোহিঙ্গাদের গ্রামে বহু বাড়ি-ঘর বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেখানে সেনা ঘাটি তৈরি করতে যেসব ঘরবাড়ি অক্ষত ছিলো নতুন করে তাও জ্বালিয়ে দেয়া হয়েছে বলেও জানায় সংস্থাটি।

এর আগে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও একই ধরনের ঘটনার বর্ণনা দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক মুখপাত্র এটিকে সেনাবাহিনী দ্বারা ভূমিগ্রাস বলে উল্লেখ করেছেন। তবে মিয়ানমার সরকার অ্যামনেস্টির অভিযোগ সম্পর্কে কোন মন্তব্য করেনি।

এমআর/