মিয়ানমারের রাখাইনে শনিবার সেনাবাহিনীর ছোড়া গোলার আঘাতে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাত জন। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী রয়েছে।
রাখাইনের এক আইনপ্রণেতা ও এক গ্রামবাসী শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। রাখাইনে রোহিঙ্গাদের সুরক্ষায় আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে অন্তর্বর্তী আদেশ দেওয়ার দুদিনের মাথায় এই হামলার ঘটনা ঘটলো।
উত্তর রাখাইনের বুথিডং উপশহরের আইনপ্রণেতা মং কিয়াও জ্যান জানান, সেনাদের ছোড়া গোলা মধ্যরাতে কিন তাউং গ্রামে আঘাত হানে।
তিনি বলেন, ‘কোনো লড়াই হয় নি। তারা কোনো ধরনের লড়াই ছাড়াই গ্রামটির ওপর গোলাবর্ষণ করেছে’।
মিয়ানমারের সেনাবাহিনীর অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ ঘটনার জন্য তারা বিদ্রোহীদের দায়ী করেছে।
হামলার শিকার গ্রামটি থেকে এক মাইল দূরে বসবাসকারী সোয়ে তুন উ নামের এক ব্যক্তি বলেন, ‘সেনাবাহিনী সবসময় ভারী অস্ত্র দিয়ে গুলি করে। যেসব এলাকায় তাদের সন্দেহ হয় সেখানে তারা ভারী গোলাবর্ষণ করে। আমরা সন্ত্রস্ত্র হলেও অন্য জায়গায় পালিয়ে যাওয়া আমাদের জন্য অসম্ভব’।
আজকের বাজার/এমএইচ