রাখাইনে গত ২৫ আগস্ট থেকে সহিংসতা শুরু হবার পর এখন পর্যন্ত চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। মায়ানমারের সেনাবাহিনী বলছে, তারা রাখাইন প্রদেশে একটি গণকবর খুঁজে পেয়েছে, যেখানে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের মৃতদেহ রয়েছে।
সেনাবাহিনীর ধারণা, রোহিঙ্গা মুসলমান জঙ্গিরা এসব হিন্দুদের হত্যা করেছে। বিবিসি জানিয়েছে এলাকাটিতে চলাচল নিয়ন্ত্রিত থাকায় সেনাবাহিনীর অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি।
মায়ানমার সেনাবাহিনীর ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতি থেকে জানা যায়, উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশের একটি গ্রাম থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গণকবর খুঁড়ে মোট ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের সবাই হিন্দু ধর্মাবলম্বী এবং বেশিরভাগই নারী।
জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, নির্মম হত্যাকাণ্ড, ধর্ষণ এবং বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়ার কারণে রোহিঙ্গারা আতঙ্ক আর উদ্বেগে দিন কাটাচ্ছে। রাখাইনে চলমান সহিংসতাকে 'জাতিগত নিধন' বলে বর্ণনা করেছে জাতিসংঘ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মায়ানমারের সরকার।
আজকের বাজার:এলকে/এলকে/ ২৫ সেপ্টেম্বর ২০১৭