‘গোসসা নিবারণী পার্ক’ প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে ওসমানী উদ্যানের ২৯ একর জায়গায় পার্কটি নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই মধ্যে পার্কের ২০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। রাজধানীর গুলিস্তান সংলগ্ন ওসমানী উদ্যানে তৈরি হচ্ছে একটি অত্যাধুনিক পার্ক।
ডিএসসিসির এমন উদ্যোগের ফলে এবার হয়তো মন হালকা করার সুযোগ মিলবে নগরবাসীর। কেননা বিষিয়ে ওঠা মন ভালো করতেই তৈরি হচ্ছে ‘গোসসা নিবারণী পার্ক’। চলতি বছরের ২৭ জানুয়ারি এই পার্কের নির্মাণকাজ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ২০১৯ সালের জুন মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।
সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, রাজধানীতে নিত্য যানজট, ধুলা-বালু, কিছুদিন পরপর সড়ক কাটাকাটিসহ বিভিন্ন সমস্যা লেগেই থাকে। জীবন-জীবিকার তাগিদে এসব সমস্যা এখন অনেকে মেনেও নিয়েছেন। তারপরও তো মাঝেমধ্যে কর্মব্যস্ত জীবনটা বিষিয়ে ওঠে। ইচ্ছে করে- পরিবারের সদস্যদের নিয়ে একটু নির্মল ও নির্জন পরিবেশে সময় কাটানোর। সেজন্যই এমন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএসসিসি সূত্র জানিয়েছে, নির্মাণ শেষে পুরো পার্কের চারদিক উন্মুক্ত থাকবে। পার্কে জলাধার, মিউজিক সিস্টেম, বসার জন্য আলাদা জোন, শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, পুরোনো দিনের গান শোনার ব্যবস্থা ও বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধা থাকবে। এ ধরনের পার্ক বাংলাদেশে প্রথম। আন্তর্জাতিক মহলে এরই মধ্যে পার্ক নির্মাণের উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।
পার্কটির বিষয়ে মেয়র সাঈদ খোকন জানান, ‘নাগরিকদের মধ্যে অনেক সময় মান-অভিমান, গোসসা হয়ে থাকে। এই পার্কে যখন মানুষ আসবে স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, উৎফুল্ল লাগবে। এখানে জলাধার থাকছে। এছাড়া চা, কফি, স্যান্ডউইচ খাওয়া, বসার জায়গা, ওয়াই-ফাই জোন, ফুড কর্নার ও হারানো দিনের গান শোনার ব্যবস্থা থাকবে। ফলে স্বাভাবিকভাবেই এখানে এলে মানুষের গোসসা নিবারণ হয়ে যাবে। এই চিন্তা থেকেই এটি গোসসা নিবারণী পার্ক।’
আজকের বাজার/এএল