পার্বত্য চট্টগ্রাম ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যে রাতে রাঙামাটির নানিয়ারচর উপজেলার মহালছড়ির সীমান্তবর্তী রামসুপারি পাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন যুদ্ধ মোহন চাকমার ছেলে আকর্ষণ চাকমা (৪২) ও আদরি পেদা চাকমার ছেলে শ্যামল কান্তি চাকমা সুমন্ত (৩০)।
একদল লোক ওই দুই ইউপিডিএফ কর্মীর বাড়ি গিয়ে তাদের গুলি করে হত্যা করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ “রামসুপারি পাড়ায় দুই ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার খবর পেয়ে আমরা ফোর্স পাঠিয়েছি। লাশ এখনও সেখানেই আছে। আমাদের পৌঁছাতে সময় লাগবে; ফিরে এসে বিস্তারিত জানাতে পারব।”
ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনই কিছু বলতে পারি না।
তবে এ হত্যাকাণ্ডের জন্য তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেই (এমএন লারমা) সন্দেহ করছেন বলে জানিয়েছেন সংগঠনটির একাধিক নেতা।
আকর্ষণ চাকমা ও শ্যামল কান্তি চাকমা এক সময় জনসংহতি সমিতির ওই সংস্কারপন্থি অংশে থাকলেও কয়েক মাস আগে দলত্যাগ করে ইউপিডিএফে যোগ দেন।
এদিকে জনসংহতি সমিতির (এমএন লারমা) মুখপাত্র প্রশান্ত চাকমা বলেন, “এর সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দল হতে পারে।”