রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রঘোনার কেপিএম গেট সংলগ্ন পেট্রল পাম্পের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম ইব্রাহিম খলিল (২৭)। তিনি কাপ্তাই চন্দ্রঘোনা কেপিএম এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি-তদন্ত) নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় চন্দ্রঘোনার কেপিএম গেট সংলগ্ন পেট্রল পাম্পের পাশে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ঘটনাস্থল হতে উদ্ধার করে কাপ্তাই থানায় আনা হয়েছে। তার ঘাড়ের পেছনের অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে কে বা কারা তাকে হত্যা করেছে তা বলা যাচ্ছে না।
মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ