সদর উপজেলার দুর্গম বন্দুকভাঙা এলাকায় বুধবার সকালে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ)এক কর্মী নিহত হয়েছেন।নিহত সুমন চাকমা দলের প্রসীতপন্থী গ্রুপের সদস্য বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে ইউপিডিএফের দুদলের মধ্যে গোলাগুলির ঘটনায় সুমন নিহত হন। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ বলেন,‘আমরা ওই এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়েছি। পুলিশ তা উদ্ধারে রওনা দিয়েছে। যতটুকু খবর পেয়েছি তাতে নিহত ব্যক্তি প্রসীতপন্থী ইউপিডিএফ কর্মী বলে জানা গেছে।’ সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান