রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুপায়ন চাকমাকে পাহাড়ি ছাত্র পরিষদ কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ এনে তার প্রতিবাদে রাঙামাটি শহরে হরতাল পালন করছে ছাত্রলীগ। হরতাল চলাকালে শহরের রাস্তাঘাটে পিকেটিং করছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আতঙ্কে দোকানপাট বন্ধ রেখেছে দোকান মালিকরা।। রাস্তায় নেই কোনো ধরনের যানবাহন।
এর আগে একই অবিযোগে গতকাল সোমবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সাথেও তাদের ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। এ নিয়ে সন্ধ্যায় মঙ্গলবার রাঙামাটি শহরে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় তারা।
রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, শহরের পরিবেশ শান্ত রয়েছে। কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।
আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮