রাঙামাটিতে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনসহ ১১ জন মারা গেছেন। এ ঘটনায় অনেকেই নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ জুন) রাঙামাটির নানিয়ারচর উপজেলার বরগ্রামে এ ঘটনা ঘটে। নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, নানিয়ারচরে বড়কূলপাড়ার একই পরিবারের তিন সদস্য সুরেন্দ্র লাল চাকমা (৪৮), তার স্ত্রী রাজ্য দেবী চাকমা ও মেয়ে সোনালী চাকমা (০৯)। এছাড়া হাতিমারা গ্রামের রুমেল চাকমা (১২), রিতান চাকমা (২৫) ও রীতা চাকমা (১৭)। শিয়াইল্লাপাড়া গ্রামের ফুলদেবী চাকমা (৩২), ইতি চাকমা (২৪) ও শিশু অজ্ঞাত (২ মাস)।
এ ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে কক্সবাজারের মহেশখালীতেও পাহাড় ধসে এক জনের মৃত্যু হয়েছে।
আরজেড/