জেলায় আজ ২০২১-২০২২ অর্থ বছরের সরকারী যাকাত ফান্ড হতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে যাকাতের অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারী এসব যাকাতের অর্থ বিতরণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ইকবাল বাহার চৌধুরী, রাঙ্গামাটি ইমাম সমিতির সভাপতি ক্বারী মোঃ ওসমান গণিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এবার রাঙ্গামাটি পার্বত্য জেলায় সরকারী যাকাত ফান্ডের অর্থ থেকে ৭৫ জনকে পাঁচ হাজার টাকা করে সর্বমোট তিন লক্ষ ৭৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান