জেলায় আজ আওয়ামী যুবলীগের জেলা কমিটির জরুরীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল পাঁচটায় রাঙ্গামাটি পৌরসভার সম্মেলনকক্ষে এ জরুরীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় আগামী ৩০ জুনের মধ্যে জেলার ১০ টি উপজেলার ইউনিয়ন যুবলীগের সম্মেলন এবং মেয়াদোত্তীর্ণ উপজেলা যুবলীগের সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরে, যুবলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান