রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতাকে বুধবার গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার সাবেক্ষং ইউনিয়নের এগারইল্যাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুভ চাকমা গ্রীক (৪০) ইউপিডিএফ স্থানীয় শাখার কমান্ডার ছিলেন।

ঘটনার সত্যতা স্বীকার করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কবির হোসেন বলেন, নানিয়ারচর লংগদুর সীমান্তবর্তী এগইজ্যাছড়ি এলাকায় ঢুকে দুর্বৃত্তরা শুভ চাকমাকে গুলি করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে জানাতে না পারলেও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে থাকতে পারে ধারণা করছেন ওসি কবির।

এদিকে, হত্যাকাণ্ডের পরে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান