জেলায় আজ মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বেলা ১১টায় রিজার্ভ বাজার শ্রী শ্রী মনসা কালী মন্দিরে মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এ সময় দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার,পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন, শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক নন্দন দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহরের ২শতাধিক দুস্থদের মাঝে কম্বল ও ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। (বাসস)