রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিমপাড়া ব্লক এলাকায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে স্থানীয় একটি পরিবারকে লকডাউন করেছে প্রশাসন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু ঘটনাস্থলে উপস্থিত হয়ে লকডাউনের এ ঘোষণা দেন। এসময় আশেপাশে থাকা অন্যান্য পরিবারগুলোকেও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকারও অনুরোধ জানান তিনি।
করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক লক্ষণ পাওয়া যাওয়ার পর লকডাউনে রাখা ওই পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও খাবার সরবরাহ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঢাকা থেকে প্রশিক্ষণ শেষে ফিরে আসা এক আনসার সদস্য অসুস্থ অবস্থায় রয়েছেন, স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে তার পরিবারকে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলার একমাত্র স্বাস্থ্যকেন্দ্রে করোনার চিকিৎসা ব্যবস্থা না থাকায় অসুস্থ ওই আনসার সদস্যকে চট্টগ্রামে পাঠানোর বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি। সূত্র- ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার