রাঙ্গামাটিতে চিকিৎসকসহ আরও ৯ জন করোনায় আক্রান্ত

রাঙ্গামাটিতে দুজন চিকিৎসকসহ নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ জনে।

জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে বুধবার রাতে ১৮টি রিপোর্ট এসেছে। তার মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই সুস্থ আছে।

তিনি আরও জানান, জেলার দুজন চিকিৎসকসহ বিলাইছড়ি উপজেলায় দুজন এবং রাজস্থলী উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছে। রাজস্থলী উপজেলায় আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জফেরত। বিলাইছড়ির দুজন মা- ছেলে এবং চিকিৎসকদের একজন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের এবং অন্যজন রাঙ্গামাটি জেলা শহরে প্রাইভেট চিকিৎসা সেবা দেন।

এদিকে, রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, রাঙ্গামাটিতে আরও চারজন নার্সের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। আক্রান্তরা সবাই রাঙ্গামাটি সদর হাসপাতালে কমর্রত স্টাফ নার্স।

ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে তাদের ফলাফল এসেছে।

আগের পাঁচজনসহ জেলায় এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ জনে।