রাঙ্গামাটিতে দুস্থ নারীদের মাঝে গাভী ও গাছের চারা বিতরণ

জেলার আজ  দুস্থ নারীদের মাঝে গাভী ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালের অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায়।

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ রেস্ট হাউজ প্রাঙ্গনে দুস্থ নারীদের মাঝে গাভী ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

জেলা পরিষদ সদস্য হাজী মো: মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত গাভী ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, বিপুল ত্রিপুরা বুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, সদস্য আশীষ কুমার চাকমা নব,জেলা কৃষকলীগের সভাপতি মো: জাহিদ আকতার, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মো: সাইফুল আলম রাসেদ প্রমুখ।
অনুষ্ঠানে পৌরসভা এলাকার দুস্থ নারীদের মাঝে ৪ টি গাভী ৫০ টি ফলজ চারা এবং সদর উপজেলার  ৬ টি ইউনিয়নে  দুস্থ নারীদের মাঝে ৬ টি গাভী এবং ১০০ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। (বাসস)