গত কয়েকদিনের বৃষ্টিতে রাঙ্গামাটির কলাবাগান এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে তিন বছরের শিশুসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে। রাঙ্গামাটি জেলা প্রশাসক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ওই এলাকার তাহমিনা আক্তার (২৫) ও শিশু সূর্য্য মল্লিক (৩)।
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বেবী জানান, তিন দিনের টানা বর্ষণে সকালে পাহাড় ধসের ঘটনা ঘটে।
পাহাড় ধসের এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন জানিয়ে ইউপি চেয়ারম্যান জানান, শুরুতে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার তৎপরতা চালায়।
আজকের বাজার/লুৎফর