জেলায় আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে তথ্য ও প্রযুক্তি ভিত্তিক দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান ও দারিদ্র হ্রাসকরণ স্কিমের আওতায় গ্রাফিক্স,ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১২টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে জেলা পরিষদের উদ্যোগে ও প্রো বেটার লাইফ(পিবিএল) এর সহযোগিতায় এ সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমার সভাপতিত্বে ও প্রো বেটার লাইফের অফিস ম্যানেজার নুকু চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান, প্রো বেটার লাইফের চেয়ারম্যান রনজ্যোতি চাকমা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশিক্ষক মো: মহিন উদ্দিন, প্রশিক্ষণার্থী নির্ঝরা চাকমা, রুমেল চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে ৩১ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।