রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী যুবলক্ষীপাড়ায় মঙ্গলবার ভোরে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণে এক যুবক নিহত হয়েছেন।
নিহত মো. শরিফ হোসেন (২৫) ওই এলাকার মো. আলী মিয়ার ছেলে।
স্থানীয় ও গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির জানান, ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বন্যহাতির পাল শরিফের ওপর আক্রমণ করে। এ সময় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, প্রতি বছর বন্যহাতির আক্রমণে মানুষ মারা যাচ্ছে। লংগদুর গুলশাখালী, বগাচত্তর, ভাসাইন্যদমসহ বিভিন্ন এলাকার আশপাশে বন্যহাতির পাল ঘোরাফেরা করে এবং সন্ধ্যা নামতেই পাহাড় থেকে নেমে এসে এলাকার কোনো না কোনো গ্রামে হানা দিয়ে ক্ষতি করছে।
আজকের বাজার/এমএইচ