জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্য চারা বিতরণ কর্সূচিরর অংশ হিসেবে রাঙ্গামাটি বন বিভাগের উদ্যোগে রাঙ্গামাটির বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ৫ হাজার চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের ভেদভেদিস্থ বন বিভাগের কার্যাল য়ের সামনে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি অঞ্চলের বন বিভাগের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান মহসিন রোমান, অতিরিক্ত পুলিশ সুপার তাপশ রঞ্জণ ঘোষ, রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ আরও অনেকে। অনুষ্ঠানে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান