জেলায় আজ বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আলোচনাসভা ও অসুস্থ ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তা হিসাবে সরকারী অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় জেলা পরিষদ সম্মেলনকক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা ও ঝর্ণা খীসা, রাঙ্গামাটি প্রতিবন্ধী ও পূর্ণবাসন কেন্দ্রের পরিচালক মো. নুরুল আবসার, জেলায় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রুপায়ন চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে- ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০ জন রোগীর মাঝে চিকিৎসা সহায়তা হিসাবে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট পাঁচলাখ টাকার চেক বিতরণ করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান