রাঙ্গামাটি জেলা শহরের কলেজ গেট এলাকায় বুধবার দিবাগত রাতে ভয়াবহ আগুনে ৫০টির বেশি দোকান পুড়ে গেছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রতন কুমার নাথ জানান, রাত সাড়ে ৩টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকল বাহিনীর ৮টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র - ইউএনবি
আজকের বাজার / এ.এ