মহান মে দিবস উদযাপন উপলক্ষে আজ জেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, শহর শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশের আগে শ্রমিকলীগের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশে মিলিত হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান