জেলায় আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী-লীগের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পু®স্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজন প্রমূখ।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ বিকেলে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান