যাত্রীবাহী পরিবহনে জ্বালানী সাশ্রয় মেটাতে প্রথমবারের মতো জেলায় যাত্রা শুরু করলো এলপিজি ফিলিং স্টেশন। শনিবার বেলা ১১ টায় শহরের রাঙ্গাপানি এলাকায় এ ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়। হাজী আব্দুল বারী মাতব্বরের নামে এ স্টেশনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাজী মো. মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগে রাঙ্গামাটির জনগণ চট্টগ্রাম থেকে গ্যাস সংগ্রহ করলেও হাজী আব্দুল বারী মাতব্বর ফিলিং স্টেশন চালু হওয়ার এখন স্থানীয়ভাবেই গ্যাসের চাহিদা পূরণ হবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান