বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
রাঙ্গামাটিতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত - এপ্রিল ১২, ২০১৮ ১:১১ পিএম
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় পঞ্চায়ন চাকমা ওরফে সাধন চাকমা নামে এক পাহাড়ি যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার কেঙ্গালছড়ি এলাকার একটি সেতুর ওপর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, নিহত ব্যক্তির নাম পঞ্চায়ন চাকমা ওরফে সাধন চাকমা। তার বয়স আনুমানিক ৩০ বছর। তিনি উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের মগাছড়া গ্রামের শশী বিকাশ চাকমার ছেলে।
এর আগে বুধবার জনি তংচঙ্গ্যা (৩২) নামে একজনকে গুলি করে হত্যা করা হয় জানিয়ে ওসি লতিফ বলেন, তারা দলীয় অন্তর্কোন্দলে পাল্টাপাল্টি হামলায় মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতরা ইউপিডিএফ অথবা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) কর্মী হতে পারেন।
লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএম/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.