রাঙ্গামাটিতে হস্তশিল্প প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

জেলায় আজ হস্তশিল্প বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে এবং পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১১টায় ইনস্টিটিউট হলরুমে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক মিঠু বর্মণ, মারুফা আকতার প্রমুখ।
এ প্রশিক্ষণে সদর উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে প্রশিক্ষনার্থীরা অংশ নেয়। আগামী ১৯ অক্টোবর প্রশিক্ষণের সমাপ্তি হবে।(বাসস)